আজ শুক্রবার, এই বছরের শেষ দিন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর(New Year 2022)। বছরের এই শেষ দিনটিতে পূণ্যার্থীদের ভিড় উপচে পড়ল তারাপীঠে(Tarapith)। সকাল থেকেই প্রচুর মানুষ আসেন মন্দিরে পুজো দিতে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, ডিসেম্বর মাসের শুরু থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে তারাপীঠে(Tarapith)। তবে প্রত্যেকেই যাতে কোভিডবিধি(Covid-19) মেনে মন্দিরে প্রবেশ করেন, সে বিষয়ে নিশ্চিত করেছেন মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেক ভক্ত যাতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেন, তা নিশ্চিত করতে মন্দির কর্তৃপক্ষ বেসরকারি নিরাপত্তারক্ষীদের বহাল করেছেন।
মন্দির কর্তৃপক্ষের আরও দাবি, নির্দিষ্ট লাইনে দাঁড়ালে, তবেই পুজো বা অঞ্জলি দিতে পারছেন ভক্তরা। করোনাবিধির কথা মাথায় রেখে গর্ভগৃহে শুধুমাত্র মায়ের দর্শন করতে দেওয়া হচ্ছে ভক্তদের।
আরও পড়ুন- Omicron: পাঁচ বছরের শিশু সহ আরও পাঁচ ওমিক্রন আক্রান্তের হদিশ বাংলায়
এর পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মাইকিং করে ভক্তদের সচেতন করা হচ্ছে। নির্দিষ্ট দূরত্ববিধি মেনে মাস্ক-স্যানিটাইজার নিয়ে যাতে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন, সে বিষয়টি বারবার প্রচার করা হচ্ছে মাইকিং করে। কোভিডবিধি(Coronavirus) যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে মন্দির কর্তৃপক্ষের।