আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে আগুন। সোমবার মাঝরাতে আগুন লাগে। দমকলের ১০-১২টি ইঞ্জিনের সহায়তায় সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। টানা ৭ ঘণ্টা ধরে আগুনে পুড়েছে দফতর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
দুর্গাপুর সিটি সেন্টারের সামনে এই উন্নয়ন পর্ষদের দফতর। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ২টো নাগাদ আগুন লাগে। ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। দফতরের ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এটি তিনতলা বিল্ডিং। তিন নম্বর ফ্লোরেই আগুন লেগেছে। নিচে একটি সমবায় ব্যাঙ্ক ও দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক আছে। মনে করা হচ্ছে, এই অগ্নিকান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বরপূর্ণ সরকারি নথিও পুড়ে গেছে বলে মনে করা হয়েছে।