বিয়ের অনুষ্ঠান চলাকালীন বহুতলে আগুন(Siliguri Fire News)। ঘটনার জেরে শিলিগুড়ির প্রণামী মন্দির রোড এলাকায় চাঞ্চল্য। ঘটনার খবর পেতেই এলাকায় যায় দমকলের দুটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি(Fire News in Siliguri)।
জানা গিয়েছে, এলাকার ওই বহুতলের একটি ফ্ল্যাটে বিয়ের অনুষ্ঠান চলছিল। সে সময় আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এলাকার মানুষই দমকলে খবর দেন। তবে এখনও এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে দমকল(Fire Brigade)।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ওই বহুতলের বাইরে ভিড় জমান স্থানীয়রা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁদের সরিয়ে দেয় ভক্তিনগর থানার পুলিশ(Bhaktinagar Police Station)।