মঙ্গলবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের(Fire) ঝলসে মৃত্যু হল মা এবং ছেলের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের(Coochbehar) নিউ কদমতলা এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় নিউ কদমতলার একটি পাঁচতলা বাড়িতে আগুন লাগে। দমকল পৌঁছবার আগেই গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন(Fire)। বিভিন্ন ফ্ল্যাটে আটকে পড়েন বাসিন্দারা। শেষপর্যন্ত বাকিরা বের হতে পারলেও আটকে পড়েন ওই দুজন। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় মা সুপ্রিয়া সরকার এবং ছেলে সুজয় সরকারের।
আরও পড়ুন- Kolkata Crime News: ভবানীপুরের গেস্ট হাউজে নিখোঁজ স্বর্ণব্যবসায়ীর দেহ উদ্ধার তদন্তে লালবাজার
স্থানীয় বাসিন্দাদের কথায়, ভোরবেলায় বাড়ি থেকে ধোঁয়া(Smoke) বের হতে দেখা যায়। তারপরই ভেসে আসে আর্তনাদ। বহু মানুষের চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায় বাড়িটির কাছে। এরপর স্থানীয়রাই খবর দেন দমকলে(Fire Brigade)।
আরও জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে আগুন(Fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলের দুটি ইঞ্জিন। তবে বাকিদের নিরাপদে বের করা গেলেও বাঁচানো যায়নি মা এবং ছেলেকে।