উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোচবিহারের রায়ডাক নদীর পাড়ে ভাঙনে আতঙ্কে গ্রামবাসীরা। পাথরের বাঁধ তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলগ্রাম পশ্চিম বাঁধের পাড়ে ভাঙন দেখা গিয়েছে। রায়ডাক নদীর জলস্ফীতি বন্যায় অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই দুটি ইলেকট্রিক পোল জলের তলায় চলে গিয়েছে। পাড় ভাঙনে গ্রাম ভেসে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্থানী বাসিন্দা সুশান্ত দাসের দাবি, গত কয়েকদিনে বৃষ্টিতে ১০০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই পাড় দিয়েই যাতাযাত করতে হচ্ছে স্থানীয়দের। দুই ফুট বাঁধ ভাঙলেই গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। প্রশাসন কবে এই নিয়ে পদক্ষেপ নেবে, তার দিকে তাকিয়ে তুফানগঞ্জের এই গ্রাম।