খুন হয়ে গেল পাঠানকোট হামলার মূলচক্রী। তার নাম শাহিদ লতিফ। পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী তাকে গুলি করে খুন করে। সে জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য ছিল। দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল লতিফ।
২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোটের বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। সেসময়ই তদন্তে জইশ জঙ্গি লতিফের নাম উঠে আসে। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, জঙ্গি হামলার পুরো পরিকল্পনা করেছিল শাহিদ।
Read More- সপ্তমীতেই ডি-ডে, শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে গগনযানের প্রথম উড়ান
উল্লেখ্য, ১৯৯৪ সালে একবার গ্রেফতার করা হয়েছিল শাহিদ লতিফকে। তারপর ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।