কেন্দ্রের বিজ্ঞপ্তিতে লাগু হল সংশোধিত নাগরিকত্ব আইন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রকাশের পরেই উৎসবের মেজাজ বনগাঁর একাধিক অঞ্চলে। উত্তর ২৪ পরগনার এই জনপদ অনেকটাই মতুয়া অধ্যুষিত। দিল্লি থেকে এই খবর আসতেই আনন্দে মেতে ওঠেন তাঁরা।
সম্প্রতি নাগরিকত্ব নিয়ে এই আইন চালুর ইঙ্গিত দিয়েছিলেন এই কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছিলেন, লোকসভা ভোটের আগেই চালু হবে CAA। রাজনৈতিক মহলের মতে, বাংলার ভোট রাজনীতিতে কেন্দ্রের এই সিদ্ধান্তে যে প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, রাজ্যের মতুয়া সম্প্রদায় মানুষ কেন্দ্রের এই সিদ্ধান্ত লাভবান হবেন।