ভোট ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারও শুরু হয়েছে। তার মধ্যেই ফের বেজে উঠল অভিমানের সুর। এবারও সেই সুর বেজে উঠল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে। টিকিট না পেয়ে অভিমান মৌসম বেনাজির নূরের। তবে, তৃণমূলের সৈনিক হিসাবে দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েছেন মৌসম।
মালদহ উত্তর কেন্দ্রে দু বারের সাংসদ ছিলেন মৌসম। একবার কংগ্রেস থেকে দ্বিতীয়বার তৃণমূল থেকে। কিন্তু এবার ওই কেন্দ্রে প্রার্থী বদল করেছে বাংলার শাসক দল। আর তাতেই যেন অভিমানী মৌসম। তিনি জানিয়েছেন, গতবার পরিবারের দুই ব্যক্তির মধ্যে ভোট কাটাকাটির জেরেই থাকে তাঁকে হারতে হয়েছিল।
এবার মালদহ উত্তরে অক্সফোর্ড ফেরত রেহানকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস। আর তাঁর জন্য এবারও প্রচার করবেন বলে জানিয়েছেন মৌসম। তাঁর দাবি, মালদহ থেকে এবার তৃণমূলকে সংসদে নিয়ে যাবেন তিনি।