বসন্তে রঙের উৎসবে মেতেছে গোটা দেশ। ফাল্গুন মাসের পূর্ণিমা (Falgun Purnima) তিথিতে দোলযাত্রা (Dol Jatra 2022) পালন মায়াপুরের ইসকন মন্দিরে (Mayapur ISKCON)। দোল এখানে রঙের উৎসব নয়। গৌর নিতাই (Gour-Nitai) ও রাধাকৃষ্ণের (Radha Krishna) নাম সংকীর্তনের মাধ্যমে পালিত হয় হোলি (Holi 2022)।
সকাল থেকেই এদিন ইসকনের মন্দিরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। রাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বেশ ধুমধাম করেই পালিত হল দোল উৎসব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবার বিদেশি ভক্তদের সংখ্যা অনেকটাই কম মায়াপুরে। শুক্রবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে দোলযাত্রার সূচনা হয়।
আরও পড়ুন: নাচের ছন্দে অশোকে-পলাশে রঙের উৎসবে মাতলেন দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দারা
দোল পূর্ণিমা মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব তিথি। এবার ৫৩৬ বছরের আবির্ভাব দিবসে শুক্রবার সন্ধেবেলা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইসকনে। অভিষেকের মাধ্যমে আবির্ভাব দিবসের উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।