থেমে গেল ১২ দিনের লড়াই। মৃত্যু ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার (Maynaguri Teen Girl Died)। সোমবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানান নির্যাতিতার পরিবার। মেয়ের দেহও সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজি পরিবার। মূল অভিযুক্ত সহ চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
গত ১২ দিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical College and Hospital) অগ্নিদগ্ধ হয়ে ভর্তি ছিল ওই নির্যাতিতা। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর মুখ বন্ধ রাখতে পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: মাওবাদী সন্দেহে ধৃত টিপু ও অর্কদীপের আট দিনের পুলিশ হেফাজত
পরিবারের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি ওই নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করা হয়। থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তবে আদালত থেকে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত। এরপরই ওই নির্যাতিতার বাড়িতে অভিযোগ প্রত্যাহারের হুমকি দেয় একদল মুখোশধারী দুষ্কৃতী। পরের দিন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নির্যাতিতা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেই দিনই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।