Bikaner Express accident Death Toll: ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। আহত আরও তিরিশের বেশি।
ঘটনাস্থল পরিদর্শনে রাতেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার পর বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ি রওনা হন তিনি।
হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, “ কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আগামী দিন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকটাও নজর রাখা হবে।” রেলমন্ত্রী আরও জানান, যাত্রীদের উদ্ধার করাই এখন প্রথম লক্ষ্য।
রেলমন্ত্রীর সঙ্গে রয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, ডিজি (সেফটি)। কী কারণে দুর্ঘটনা ঘটল, কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, রেললাইনে কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখবেন তিনি।