সিপিএমের (CPM) নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম (Md Salim)। বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) সিপিএমের রাজ্য সম্মেলন থেকে নতুন রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সাংসদ সেলিম।
সিপিএমের নবনির্বাচিত রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিমান বসু (Biman Bose), সূর্যকান্ত মিশ্রের (SuryaKanta Mishra) মতো প্রবীণ নেতারা। কমিটিতে জায়গা পাননি রবীন দেবও। রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য, সিপিএমে বৃদ্ধতন্ত্রের অবসানের রাস্তা কিছুটা সুগম হল।
আরও পড়ুন:
বামফ্রন্টের (Left Front) প্রধান শরিকের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। তরুণ মুখ শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরাও জায়গা পেয়েছেন কমিটিতে।
একসময়ের তুখোড় ছাত্র ও যুব নেতা সেলিমের সঙ্গে রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্যও। কিন্তু শেষ অবধি দায়িত্ব পেলেন সেলিম।