মুর্শিদাবাদে সাগরদিঘি উপনির্বাচন বিরোধীদের অক্সিজেন দিয়েছে। সাগরদিঘি মডেলে নতুন মাত্রা পেয়েছে জোট-তত্ত্ব। এবার পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাম-কংগ্রেস জোট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাই উসকে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার তিনি বলেন, মানুষ এককাট্টা হলে নেতারা বাধা হয়ে দাঁড়াবে না।
আগামী ১১ মে, সিউড়িতে যৌথ সমাবেশ করবে বামফ্রন্ট ও কংগ্রেস। মহম্মদ সেলিম জানান, "ওই সভায় আমিও থাকব। কংগ্রেস সভাপতি হিসেবে অধীরবাবুও থাকবেন বলেছেন। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে মানুষ কীভাবে এককাট্টা হচ্ছে, সেখানেই সব পরিষ্কার হয়ে যাবে।"
সাগরদিঘি উপনির্বাচনে জোট বেঁধে লড়েছিল বাম ও কংগ্রেস। বাম সমর্থিক প্রার্থী বায়রন বিশ্বাস জয়ী হন। দলীয় প্রার্থীর হার তৃণমূলের বড় ধাক্কা ছিল। এবার পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোট একসঙ্গে লড়লে, কিছুটা হলেও শাসকদলের চাপ বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "নতুন করে আর কী বলার আছে। তাঁদের গোপন প্রেম পর্দার আড়াল থেকে বেরিয়ে পড়েছে।"