পঞ্চায়েতের আগে সেমিফাইনালে শেষ পর্যন্ত বাজিমাত। সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর জয়ের পর শাসক দলকে একহাত নিলেন মহম্মদ সেলিম। জানালেন আগামী নির্বাচনগুলিতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে শক্তিকে একত্রিত করা হবে।
এদিন সাংবাদিক বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। মহম্মদ সেলিম বলেন, "মানুষ আগেই মুক্তি চেয়েছিলেন মানুষ। কিন্তু মাঝখানে বিজেপি এসে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এনেছিলেন, বামপন্থীদের সঙ্গে লড়ার জন্য আর বিজেপির রাজনীতি হচ্ছে বিরোধী শূন্য ভারত গড়তে হবে। মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি খেলেছিলেন।এবার তা বিলম্বিত হল।"
আরও পড়ুন: আলিপুরে সরকারী আইনজীবীর বাড়ি ইডির হানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মমতার
মহম্মদ সেলিম বলেন, " রাজ্যের মানুষ বুঝল, এতদিন ধরে যারা জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা, এলাকার নাম করে যারা রাজনীতি করছেন, তারাই লুট করছেন।"