DYFI এর ডাকা ব্রিগেড সমাবেশে হঠাৎ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ! বাম নেত্রী মীনাক্ষির গলায় মহম্মদ সিরাজের প্রসঙ্গ। ব্রিগেডের মঞ্চে সিরাজের লড়াইয়েরই উদাহরণ দিলেন মীনাক্ষি।
ব্রিগেড থেকেই লড়াইয়ের ডাক দেন যুব নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। তৃণমূলের দুর্নীতি, বিজেপির ধর্মের রাজনীতিকে বিঁধে একের পর এক আক্রমণ হানেন ক্যাপ্টেন। এরপরেই তাঁর মুখে শোনা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচের প্রসঙ্গ। ওই ম্যাচে সিরাজের দুর্দান্ত বোলিং-য়ের কাছে অসহায় পড়েছিল বিপক্ষের ব্যাটসম্যানেরা। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে সিরাজের মতো লড়াইয়ে ফেরার আহ্ববান জানান যুবনেত্রী।
Shankar Auddy: স্বাস্থ্য পরীক্ষার জন্য ESI হাসপাতালে ধৃত শঙ্কর, ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর
তিনি জানান, ''এই যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ হল, তাতে সিরাজ নামল। আর দেড়দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এ রকম খেলোয়াড়রা রাস্তায় নামল, নেমেছে, লড়ে যাবে।”
অর্থাৎ সিরাজ যে ভাবে চমকে দেওয়া পারফরম্যান্স করেছেন, সেভাবেই 'শূন্য' বামেরা লড়াইয়ে ফিরবেন এমনই বার্তা দেন যুবনেত্রী।