দু'দিন কেটে গিয়েছে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় মেডিক্যাল কলেজের (Students Protest in Medical College) অনশনরত পড়ুয়ারা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিন পড়ুয়া। এদিন আন্দোলনরত পড়ুয়াদের বোঝাতে গিয়ে বচসায় জড়ালেন শিক্ষক চিকিৎসকরা। সব মিলিয়েই ক্রমেই জটিল হচ্ছে মেডিক্যাল কলেজের (Medical College) পরিস্থিতি। বিঘ্নিত হচ্ছে পরিষেবা।
অনশনের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কোনও ভাবেও ছাত্র নির্বাচন নিয়ে মুখ খুলছে না মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে কলেজ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তিনি জানান, এত দিন কলেজে কী কী ঘটনা ঘটেছে তা ওই বৈঠকে কাউন্সিলকে জানানো হয়েছে। এমনকি ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের অনশন ভাঙাবার চেষ্টা করা হবে। কিন্তু শনিবার দুপুর গড়িয়ে গেলেও এখনও নিজেদের সিদ্ধান্তে অনড় ছাত্ররা।
আরও পড়ুন- বিএড কলেজগুলিকে অনুমোদনের জন্য লাখ লাখ টাকা নিতেন পার্থ ও মানিক, দাবি ইডি-র
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা । অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হয় ।
সোমবার থেকে রাতভর ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ, এমএসভিপি-সহ বাকি বিভাগীয় প্রধানদের । অসুস্থ হয়ে পরেন তাঁরা । হয়রানির শিকার হতে হয় রোগীদেরও । অবশেষে বুধবার মধ্যরাতে ঘেরাও থেকে মুক্তি পান তাঁরা ।