ভিন রাজ্য থেকে এরাজ্যে আসা চিকিৎসকদের জন্য জারি করা হল নয়া নির্দেশিকা। এবার থেকে তাঁদের নাম রাজ্য সরকারের কাছে নথিভুক্ত করতে হবে। এমনই নির্দেশ দিল রাজ্য সরকারের মেডিক্যাল কাউন্সিল।
এরাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসার কাজে যুক্ত রয়েছেন ভিন রাজ্যের চিকিৎসকরা। সরকারের কাছে তাঁদের নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে যাঁদের আগে থেকে নাম নথিভুক্ত করা আছে তাঁদের নতুন করে নাম নথিভুক্তের প্রয়োজন নেই।
এছাড়াও অনেক ক্লিনিকে অন্য রাজ্য থেকে চিকিৎসকরা আসেন রোগী দেখতে। তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকা প্রকাশের পর ৩ মাসের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। এবং রেজিস্ট্রেশন ছাড়া কেউ এরাজ্যে চিকিৎসা সংক্রান্ত কাজ করতে পারবেন না।