যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে পড়েছিল ঝাড়গ্রামের (Jhargram) রঘুনাথপুরের ডাক্তারি পড়ুয়া রুপম মন্ডল।বহু কাঠখড় পুড়িয়ে মঙ্গলবার রাত্রিবেলায় বাড়ি ফিরে আসে সে। আতঙ্কিত পরিবারের সদস্যরা খুশি ছেলে বাড়ি ফিরে আসায়।
ইউক্রেনের বিশাল এলাকায় গোলাগুলির শব্দ চারপাশে, আকাশ থেকে খসে পড়ছে মিসাইলের টুকরো, নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন মানুষ। সেই ভয়ানক পরিস্থিতির মাঝে ইউক্রেনের খারকিভে (Kharkiv) বাঙ্কারের মধ্যে থাকতে হয়েছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা রুপম মন্ডলকে।
আরও পড়ুন: Ukraine Crisis: সুর নরম জেলেনেস্কির, আর ন্যাটোতে যোগ দিতে চায় না ইউক্রেন
২০১৮ সালে ঝাড়গ্ৰাম থেকে ইউক্রেনে ডাক্তারি পড়াশোনার জন্য গিয়েছিল রুপম । বর্তমানে সে ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা। রুপম মন্ডলের বাবা জানান, আতঙ্কের মধ্যে দিন কেটেছে ছেলে রুপমকে নিয়ে । বাঙ্কারের মধ্যে দিন কাটিয়েছে তার ছেলে। খাবারও প্রায় শেষ হয়ে গিয়েছিল । দোকানপাটও প্রায় সমস্ত বন্ধ আশেপাশে। রুশ সেনা দেখে আতঙ্কের মধ্যে দিন কেটেছে রঘুনাথপুরের বাসিন্দা রুপক মন্ডলের ।
বাড়ি ফিরতেই খুশি সকলে । রুপমের মা ও বাবা খুশি ছেলে বাড়ি ফেরায় কিন্তু এখনো আটকে থাকা বাকি দের বাড়ি ফেরানোর আবেদন ।