দেড় দিনের মাথায় অবশেষে ঘেরাও মুক্ত কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) । বুধবার রাত দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে পড়ুয়ারা জানিয়েছেন, আপাতত তাঁরা ঘেরাও (Students Protest in Medical College) তুলে নিচ্ছেন । তবে, তাঁদের তিনটে দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা । এমনকী, তার জন্য বুধবার দুপুর পর্যন্ত তাঁরা সময়সীমা বেঁধে দিয়েছেন । নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র নির্বাচনের দিনক্ষণ সুনিশ্চিত করতে হবে । সেইসঙ্গে তাঁদের দাবিও মানতে হবে । তা না হলে আমরণ অনশন করবেন তাঁরা ।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল(Students Protest in Medical College)। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা । অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হয় । সোমবার থেকে রাতভর ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ, এমএসভিপি-সহ বাকি বিভাগীয় প্রধানদের । অসুস্থ হয়ে পরেন তাঁরা । হয়রানির শিকার হতে হয় রোগীদেরও । অবশেষে বুধবার মধ্যরাতে ঘেরাও থেকে মুক্তি পান তাঁরা । এখন ছাত্রদের দাবি কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মেনে নেয় কি না, সেই প্রশ্নই উঠছে ।
আরও পড়ুন, Baruipur Shootout : বারুইপুরে মাঝরাতে চলল গুলি, মৃত ১, গুলিবিদ্ধ আরও এক ব্যক্তি
সোমবার থেকে কলকাতা মেডিক্যালে ছাত্র বিক্ষোভ চলছিল । রোগী পরিষেবা বন্ধ হয়ে যায় । হয়রানির শিকার হতে হয় তাঁদের । মঙ্গলবার বেলা বাড়তেই রোগীর পরিজনরা ভেঙে ফেলে মেডিকেল কলেজ হাসপাতালের(Students Protest in Medical College) গেটের তালা। মামলা দায়ের হয় হাইকোর্টে।