এবার থেকে প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসক এবং গৃহশিক্ষকদেরও দিতে হবে পুরকর। এমনকি, ট্রেড লাইসেন্সও নিতে হবে তাঁদের। এমনই সিদ্ধান্ত নিল মেদিনীপুর পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার বোর্ড মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভায় আয় বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, অস্থায়ী শ্রমিক কর্মচারীদের বেতন মেটাতে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। পাশাপাশি সরকারি একাধিক প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। সেকারণে তহবিলে অর্থ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে প্রতিদিনই হকার ও ফুটপাথ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০ ও ২০ টাকা করে সাফাই কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর পুরসভা। এবার নজরে প্রাইভেট চিকিৎসক এবং শিক্ষকরা। তাঁরা মাসে মাসে লাখ লাখ টাকা উপায় করলেও কোনও কর দেন না। সেকারণে এবার তাদেরও ট্রেড লাইসেন্সের আওতায় আনতে চলেছে পুরসভা।