রবিবাসরীয় ব্রিগেডে ঢেকেছে লালে। ৫০ দিনের ইনসাফ যাত্রার শেষে DYFI এর ডাকে রবিবার ব্রিগেড বামেদের ব্রিগেড। এদিনের মঞ্চে ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় ছিলেন বাম কর্মী সমর্থকেরা। মঞ্চে উঠেই ‘লড়তে এসেছি’ বলে বক্তব্য শুরু করলেন যুব নেত্রী। একদম শেষে, কাজী নজরুল ইসলামের লাইন ধার নিয়ে মীনাক্ষী শুরু করেছিলেন কবিতা ‘আমি বিদ্রোহী রণক্লান্ত’ , বেশ খানিকটা বলার পর একটু থমকালেন মীনাক্ষী। সহজে হেসে বললেন ‘ভুলে গেছি’ , তাঁকে ধরিয়ে দিলেন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। তারপর ফের সেই কবিতা শেষ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এরপর সেলিম উঠেই, মুখ্যমন্ত্রী নিশানা করে বলেন মীনাক্ষী যা করলেন, মমতা হলে কোনও দিন করতেন না।
DYFI Brigade: এবার উল্টো দিকে মঞ্চ, বিরাট লাল তারায় লেখা 'জনতার ব্রিগেড', মাঠের রং রক্তিম
একেবারে আক্রমণাত্মক মেজাজে তৃণমূল-বিজেপিকে কটাক্ষ করতে শোনা গেল তাঁর মুখে। দাবি দেওয়ার কথা তুলে ধরে যুবনেত্রীর হুঙ্কার, ‘’ বামপন্থীরা রক্তবীজের জাত, লড়ে যাবে-লড়ে যাবে।" পাশাপাশি মিডিয়াকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাঁর মুখে।