রবিনসন স্ট্রিট কাণ্ডের স্মৃতি উস্কে দিল পূর্ব বর্ধমানের মেমারীর ঘটনা। বোনের মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগেই। কিন্তু তারপরেও তা টের পায়নি প্রতিবেশীরা। মৃতদেহ আগলে দিন কাটছিল দিদির। বুধবার মাঝরাতে নিজেই সাহায্য চাইতে যান প্রতিবেশীর কাছে। আর তারপরেই জানাজানি হয় এই ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মেমারীর কৃষ্ণবাজার কলেজমোড় এলাকায় একটি ভগ্নপ্রায় দোতলা বাড়িতে একসঙ্গে থাকতেন দুই বোন সুপ্তিকণা ও মুক্তিকণা কোলে। বিশেষ প্রয়োজন ছাড়া দুজনেই ঘর থেকে বেরতেন না। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না। গত বেশ কয়েকদিন ধরেই এলাকায় দেখা যায়নি দুই বোনকে। বাড়ি থেকে তাঁদের একবারও বেরতে দেখেননি প্রতিবেশীরা। বৃহস্পতিবার মাঝরাতে প্রতিবেশীদের বোনের মৃত্যুর খবর দিয়ে বেরিয়ে যান দিদি, তারপর থেকে খোঁজ মেলেনি তাঁর।
ভোরবেলা ঘরের তালা ভেঙে সুপ্তিকণার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে প্রতিবেশীরাই।
প্রতিবেশীরা আরও জানাচ্ছেন, প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না দুই বোন। বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। বারো মাস মোম জ্বালিয়ে থাকতেন।