সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ। এই দফার ভোটে নজর কাড়ছেন আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজের ভোটকর্মীরা। তাঁদের জন্য রয়েছে অভিনব ড্রেস কোড। সকল মহিলাদের পরনে রয়েছে নীল বাটিক প্রিন্টের শাড়ি। আর পুরুষদের নীল রঙা জামা। সালানপুরের ভোট কর্মীদের জন্য সাদা রঙা শাড়ি। পুরুষদের সাদা জামা। আর এই রঙেই বাঁধা হয়েছে প্যান্ডেল।
কেন এই উদ্যোগ?
সব মহিলা ভোট কর্মীরাই এই স্পেশাল শাড়ি পরে রয়েছেন। কারণ, যে সমস্ত ভোট কর্মীরা বাইরে থেকে আসছেন তাঁদের যাতে নিজেদের কেন্দ্রটি বুঝে নিতে কোনও সমস্যা না হয়, তাই এই ড্রেস কোড।