রবিবার মাঝরাতে তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, সাড়া না পেয়ে ফিরে আসেন মেনকা গম্ভীর। সোমবার দুপুরে তাঁকে ফের তলব করে ইডি। সল্টলেক সিজিও-র দফতরে একদিকে যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী ।
কেন তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছে? এই প্রশ্ন তুলে আদালত অবমাননার মামলা দায়ের অভিষেক-শ্যালিকার। মেনকার আইনজীবীর দাবি, মেনকা বিদেশ যেতে পারবেন না, এমন নির্দেশ হাইকোর্ট দেয়নি। তা সত্ত্বেও মেনকাকে বিমানবন্দরে আটকানো হয়। ইডি-র বিরুদ্ধে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসের দ্বারস্থ হয়েছেন মেনকার আইনজীবী।
Baguiati students murder: ছেলেরা মাদকের নেশা করত, কীভাবে জানলেন সাংসদ? প্রশ্ন ছুঁড়ে দিলেন অতনুর বাবা
এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাস থেকেই স্বস্তি পেয়েছিলেন মেনকা গম্ভীর। দিল্লিতে তলব নিয়ে তাঁর এজলাসে মামলা দায়ের করেছিলেন মেনকা। তাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতার ইডি দফতরেই হাজিরা দিতে পারবেন মেনকা।