Menka Gambhir : কয়লাপাচার-কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর

Updated : Sep 19, 2022 13:14
|
Editorji News Desk

সল্টলেক সিজিও (CGO) দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menka Gambhir) । সোমবার দুপুর ১২.৩০ এ তলব করা হয়েছিল তাঁকে । সেই মতো নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি (ED) দফতরে পৌঁছে যান মেনকা । 

উল্লেখ্য, রবিবারও রাত সাড়ে ১২টা নাগাদ মেনকাকে তলব করা হয়েছিল বলে দাবি করেন তাঁর আইনজীবী । নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সল্টলেক সিজিও দফতরে পৌঁছে যান অভিষেকের শ্যালিকা। বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে তাঁরা ফিরে যান। মেনকা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল সেই সময়। নিরাপত্তারক্ষীদের নোটিসের কথা জানাতে গেট খুলে দেন তাঁরা । কিন্তু, ইডির অফিস তালাবন্ধ ছিল । সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে যান তাঁরা । 

আরও পড়ুন, Menka Gambhir: মাঝরাতে সাড়া না পেয়ে ফিরলেন, ফের সোমবার দুপুরে মেনকাকে তলব ইডি-র
 

পরে জানা যায়, ইডি-র সমনের নোটিসে টাইপে ভুল ছিল । অর্থাৎ তাঁকে সোমবার বেলা ১২টায় তলব করা হয়েছিল । কিন্তু মেনকার দাবি, সমনে 12 AM লেখা ছিল। তাতেই মধ্যরাতে ইডি দফতরে পৌঁছে যান তিনি । এরপর ভুল সংশোধন করে সোমবার ফের দুপুর সাড়ে ১২টায় মেনকা গম্ভীরকে তলব করা হয় । মাত্র কয়েক ঘণ্টার নোটিসেই এদিন ইডি দফতরে পৌঁছে যান মেনকা ।

কিছু দিন আগেই কয়লা-কাণ্ডে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এই মামলায় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেকের শ্যালিকাও।  ইডির দাবি বিদেশে গিয়েছে কয়লা পাচারের টাকা। বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে মেনকা গম্ভীরের। সূত্রের খবর, তদন্তকারীদের অনুমান, মেনকার অ্যাকাউন্টেও গিয়েছে কয়লা পাচারের মোটা টাকা।

কয়লাকাণ্ডে প্রথমে মেনকাকে দিল্লির সদর দফতরে তলব করেছিল ইডি। কলকাতায় জিজ্ঞাসাবাদের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন মেনকা । সম্প্রতি কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে, দিল্লি নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মেনকাকে। মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও আদালতের নির্দেশ ছিল। কিন্তু, তার মধ্যেও শনিবার রাতে ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গেলে, আটকানো হয় তাঁকে। ইডির লুকআউট সার্কুলার জারি থাকায় বিমানবন্দর থেকেই ফিরতে হয় মেনকাকে। 

EDcoal scamCGO ComplexMenka Gambhir

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন