ভাটপাড়ার (Bhatpara) ইটভাটায় গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার। রবিবার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Police)। তদন্তও শুরু হয়েছে। মৃতদেহের পাশে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবককে শনাক্ত করেছেন প্রতিবেশীরা। মৃত যুবকের নাম অরবিন্দ প্রসাদ। বয়স ৩০। মেটিয়াবুরুজে তাঁর কাপড়ের ব্যবসা আছে। তাঁর পকেটে একটি গুলি ভর্তি ম্যাগাজিনও পাওয়া গিয়েছে। এছাড়া নিজের নাম ও দুজনের ফোন নম্বর লেখা কাগজও উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশে একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায়। সব খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ফোন করে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স, ঠেলায় করে বাবাকে হাসপাতালে নিয়ে গেল ৬ বছরের শিশু
পুলিশের প্রাথমিক অনুমান, নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন অরবিন্দ। তবে কোথা থেকে পিস্তল পেলেন, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।