স্বাধীনতা দিবসের দিন তুলনামূলক কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। যেহেতু সরকারি এবং বেসরকারি প্রায় সব অফিসেই ছুটি থাকে সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সপ্তাহের কাজের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাধারণত ২৮৮টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসের দিন চলবে ১৮৮ টি মেট্রো। কিন্তু প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিই থাকছে। অর্থাৎ দিনের মাঝে দুই মেট্রোর মধ্যে সময়সীমা বাড়ানো হয়েছে। একইভাবে সেক্টর ৫ ও শেয়ালদার মধ্যে ১০৬টির বদলে ৯০টি মেট্রো চলবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। একই ভাবে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে ওই একই সময়ে।
অন্যদিকে সেক্টর ৫ থেকে শেয়ালদা পর্যন্ত মেট্রোর সংখ্যাও কমানো হয়েছে। ১০৬টির বদলে ৯০টি মেট্রো চলবে। তবে জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।