নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রসন্ন রায়। তাঁকে মিডিল ম্যান হিসেবে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য।
বেশ কয়েক মাস আগেই গ্রেফতার করা হয়েছিল মিডলম্যান প্রসন্ন রায়কে। এরপর তাঁর নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে খবর, তাঁর ওই ফ্ল্যাটে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথির খোঁজ চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছিল তারা।