প্রমিস ডে'র দিন (Promise day) প্রেমিকের বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। যুবক খোয়ালেন লাখ খানেক টাকা। ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipore) দাসপুরে।
জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় একজনের সঙ্গে পরিচয় হয়েছিল দাসপুরের ওই যুবকের। সেখান থেকেই কথা বলা এবং মন দেওয়া-নেওয়া। কিন্তু হঠাৎ যুবক জানতে পারেন তাঁর প্রেমিকা আসলে মেয়ে নন। ততদিনে প্রায় ৯০ হাজার টাকা খুইয়েছেন তিনি। ইতিমধ্যেই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
ওই যুবক জানিয়েছেন, চন্দ্রকোনার এক মহিলার প্রেমে পড়েন তিনি। ফোনেই চলে ভালোবাসা নিবেদন। এর মাঝেই নিজের সমস্যার কথা জানিয়ে ধাপে ধাপে প্রায় ৯০ হাজার টাকা ওই যুবকের থেকে নেন তাঁর প্রেমিকা। কিন্তু আচমকাই ছন্দপতন। একদিন ফোনে প্রেমিকার গলার পাশাপাশি একটি পুরুষ কণ্ঠের গলা পান দাসপুরের ওই যুবক।
আরও পড়ুন - উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শৌচাগারে নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
মনে সন্দেহ আসে। প্রেমিকার ভাইয়ের সঙ্গে আলাপ করেন যুবক। পেশায় মেকআপ আর্টিস্ট যুবককে কনে সাজানোর নাম করে দাসপুরে ডাকা হয়। তাঁকে চেপে ধরতেই পর্দা ফাঁস। জানা যায় দাসপুরের যুবক তাঁর দিদি নয়, দাদার প্রেমে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে মহিলার ছবি দিয়ে তাঁর দাদা ফাঁসিয়েছে ওই যুবককে।