বাড়িতে কেউ না থাকার সুযোগে জানলার গ্রিল ভেঙে ঘরে ঢুকল চোরের দল। গয়না, টাকা-পয়সা দেদার লুঠ করে গৃহস্থের বাড়ি থেকে রীতিমতো মিষ্টিমুখ করে সর্ষের তেল আর পোস্ত নিয়ে ফিরল ওই চোরের দল। এমনই অভিযোগ বাড়ির সদস্যদের। আর বাড়িতে ঢুকে এহেন কাণ্ড দেখে রীতিমতো মাথায় হাত সকলের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে।
ওই ওয়ার্ডের বাসিন্দা নীলকমল ভট্ট সপরিবারে বিয়ে বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন। রবিবার বাড়ি ফিরে দেখেন জানলার গ্রিলের একটি অংশ ভাঙা। বিছানাপত্র এলোমেলো। গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। গৃহকর্তার অভিযোগ, চোর আলমারি ভেঙে ১৫ ভরির উপর রূপোর গয়না, চল্লিশ হাজার টাকার নগদ এবং ৮ লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে।
আরও পড়ুন - স্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কের জের, স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
গৃহিণীর অভিযোগ, সোনা, গয়না, টাকা-পয়সা তো চুরি গিয়েছে, সঙ্গে নাকি পাঁচ লিটার সরষের তেল, ২০০ গ্রাম পোস্ত নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এমনকি ফ্রিজ খুলে জল, মিষ্টি, চকলেট সবই গায়েব করে দিয়েছে চোরের দল।