রাজ্য থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫০ কিমি হলেও, ‘অভিশপ্ত’ রেল দুর্ঘটনার ভয়াবহতা বাংলার বুকে প্রবল। রেল দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমান জেলার বড়শুলের ২৫বছরের যুবক শফিক কাজী, পরিযায়ী শ্রমিক। পেটের দায়ে কাজের খোঁজে এক সঙ্গীকে নিয়ে দিয়েছিলেন রওনা। রাজমিস্ত্রীর কাজে যাচ্ছিলেন। শেষবার ভিডিওকলে স্ত্রীয়ের সঙ্গে কথাও বলেছিলেন। ব্যাস আর সেই ফোন বাজেনি। শফিকের সঙ্গে গিয়েছিলেন একজন মিস্ত্রী, তিনিই ফোন করে দুঃসংবাদ জানান পরিবারকে। একটি সন্তান রয়েছে তাঁর। শনিবার দেহ আনার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন শফিকের বাড়ির লোকজন।
Coromondel Drone View: দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে কামরা,চাপ চাপ রক্ত, হাড়হিম ড্রোন ভিউ
উল্লেখ্য, ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Coromondal Express Accident)। ক্ষতিপূরণের ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Railway Union Minister)। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। আহতদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবে ২ লক্ষ টাকা। দুর্ঘটনায় যাদের আঘাত অল্প, তাঁদেরকেও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল।