শীতকাল মানেই পাখির মেলা বসে যায় সুন্দরবনে। নানা দেশের, নানা জাতের রং-বেরঙের পাখির কিচিরমিচিরে গমগম করে ম্যানগ্রোভ অরণ্য। এবারও তার অন্যথা হয়নি। খাল-বিল-নদীর চরের পাশাপাশি, কৃত্রিম ম্যানগ্রোভের চরেও ভিড় জমিয়েছে নাম না জানা অসংখ্য পাখি। আর সেই পক্ষীকূলের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার বন্দোবস্ত করেছে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ (forest department)।
জানা গিয়েছে, বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ টিরও বেশি প্রজাতির বিদেশি পাখি এই শীতের মরশুমে পাড়ি জমায় ম্যানগ্রোভ-ভূম সুন্দরবনে। শীতের প্রকোপ একটু কমলেই আবার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যায় তারা। এবার সেই সংখ্যাটা আরও বেশি বলেই মত পক্ষীবিদদের।
বন বিভাগ সূত্রে খবর, জম্বুদীপ, কলস, ঠাকুরান, মেছুয়া, ছাইমারি চরেও একাধিক বিদেশি পাখি আস্তানা গেড়েছে। পাশাপাশি, ভগবতপুর-বকখালি-মাতলা চরেও এখন নানা রঙের মেলা। গত বছরও কারলিউ, হুইমব্রেল, স্নাইপ, মিঠুয়া সহ একাধিক বিদেশি পাখির দেখা মিলেছিল। এবারও সেই আশাতেই বুক বাঁধছেন পর্যটকরা।