ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে আগামী ২৬-২৭ নভেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীতে। যা ঘূর্ণিঝড়েও (Cyclone) পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে ডিসেম্বরের গোড়ার দিকে তা আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে।
West Bengal Weather Update : দরজায় কড়া নাড়ছে শীত, সপ্তাহান্তে আরও নামবে পারদ, ডিসেম্বরে ফের নিম্নচাপ ?
আমফানের পর ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মিগজাউম’। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নাম ঠিক হয়নি, বাংলায় এর প্রভাব পড়বে কীনা সেবিষয়েও কিছু জানা যায়নি। । আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ।