Rampurhat Genocide: 'যারা পুড়িয়ে মারল, তারা জেলে বসে বিয়ার খাচ্ছে', মিহিলালের তোপে রামপুরহাটের বিধায়ক

Updated : Apr 19, 2022 19:16
|
Editorji News Desk

বগটুই কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মিহিলাল শেখ(Mihilal Seikh)। আদালতে দেওয়া গোপন জবানবন্দীর সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তাঁর মুখে। মঙ্গলবার মিহিলাল বগটুই গণহত্যার আসামীদের প্রসঙ্গে একহাত নেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে(TMC MLA Asish Banerjee)।

মিহিলালের অভিযোগ, ‘‘যারা আমাদের লোকজনকে পুড়িয়ে মারল, তারা এখন জেলের মধ্যে বিয়ার খাচ্ছে। বাইরে থেকে জেলে খাবার যাচ্ছে। এগুলো আশিস বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন।" এখানেই না থেমে আশিসকে মিহিলালের তোপ, "উনি (আশিস) আমাদের উপর প্রচণ্ড অত্যাচার করেছেন। উনি ভোটের সময় ‘ভাই’ বলেছিলেন। এখন বলছেন, ‘ভাই তোমাদের কোথায় বাড়ি? আমি তোমাদের তো চিনি না।’ উনি এবং ওঁর ভাইপো আমাদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। আশিস গাইড করছেন আনারুলকে। উনিই আনারুলকে ব্লক সভাপতি রেখে দিয়েছিলেন। আনারুলকে বলে আশিস এই কাণ্ড ঘটিয়েছে। কাউকে যেন না ছাড়া হয়। এক মাস পেরিয়ে গেল, আশিস বন্দ্যোপাধ্যায় বা ওঁর কোনও লোক আমাদের কোনও খবর নেয়নি।’’ 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ মার্চ তৃণমূল নেতা ভাদু শেখ খুনের রাতে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় মিহিলালের স্ত্রী, মা, মেয়ে এবং বোনের। সেই মিহিলালের অভিযোগ, আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই কাণ্ড ঘটিয়েছিল তৃণমূল নেতা আনারুল হোসেন(Anarul Hossain)। যাঁকে তারপর গ্রেফতার করে পুলিশ। তবে মঙ্গলবার মিহিলালের বিস্ফোরক অভিযোগ নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এটা সর্বৈব মিথ্যা কথা। মিহিলালকে আমি ব্যক্তিগতভাবে বা নামে চিনি না। তিনি যে বিষয়গুলি বলেছেন তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। উনি মনে হয় কারও শেখানো বুলি বলছেন। কারণ, এক মাস পর তিনি এটা বলছেন। তাই এমনটা মনে হচ্ছে।’’

মঙ্গলবার মিহিলালের এই বক্তব্য তৈরি হয়েছে ধন্ধ। কীভাবে একই ব্যক্তি দু'জায়গায় দু'রকম বক্তব্য রাখতে পারেন, উঠছে প্রশ্ন। মিহিলাল শেখ কোর্টের কাছে যে বয়ান দিয়েছেন, আর এখন যে কথা বলছেন, তার মধ্যে আকাশ-পাতাল তফাত। তাহলে কোর্টের কাছে তাঁকে ওই বয়ান দিতে কেউ জোর করেছিল তাঁকে, উঠছে প্রশ্ন।

Birbhum districtRampurhat GenocideBirbhum Genocide

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন