RG কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন মিমি চক্রবর্তী। তারপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুমন্তব্য করা হয়। এমনকি ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ওই হুমকির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন মিমি চক্রবর্তী। ভিডিয়ো শেয়ার করে কড়া জবাব দিলেন তিনি। পাশাপাশি আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি।
কী বললেন মিমি?
সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে মিমি ওই ভিডিয়োতে বলেন, "আমাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে বা হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমি জন্মগত নির্ভীক। প্রতিটা মেয়েই তাই। যাঁরা নিজেদের আমাদের থেকে শক্তিশালী লিঙ্গের মানুষ বলে ভাবে তারা নির্লজ্জ। ওদের লজ্জা হওয়া উচিত। তাঁদের অস্তিত্ব, এমন লালনপালনের জন্যেও লজ্জা হওয়া উচিত।”
কী ঘটেছিল?
১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এরপর RG কর কাণ্ডের প্রতিবাদে টলি তারকারা মিছিল করে প্রতিবাদ করেছিলেন। যদিও ওই মিছিলে ছিলেন না মিমি চক্রবর্তী। তবে পরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন মিমি। সেখানে তিনি কটাক্ষ করে লিখেছিলেন, ছেলেদের শিক্ষিত হতে বলুন এমনকি, ছেলেদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, এইগুলি মেনে চললেই সবাই সুরক্ষিত থাকবে। আর তারপরেই কয়েকজনের কুমন্তব্য শুনতে হল অভিনেত্রীকে।
রশিদুল এবং সায়ক মিত্র নামে দুটি অ্য়াকাউন্টের দুটি পোস্ট টুইট করেছেন মিমি। অভিযোগ, ওই দুই এক্স হ্যান্ডেল ব্যবহারকারী কুমন্তব্য করেছেন। শুধু তাই না, তাঁদের মধ্যে একজন সরাসরি ধর্ষণের হুমকিও দিয়েছেন।