১০ দিন বাদে মঙ্গলবার জেল থেকে ছাড়া পেলেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee)। গতকালই মীনাক্ষী সহ ১৬ জনের জামিন হয়েছিল। ১০ রাত জেলে কাটিয়েও মঙ্গলবার 'দৃঢ়প্রতিজ্ঞ' মীনাক্ষী স্পষ্ট জানান, 'আনিসের খুনিরা এখনও শাস্তি পায়নি। তাই যতক্ষণ না নিশ্চিত হচ্ছে, ততক্ষণ ছাত্র-যুবদের আন্দোলন চলবে।'
অন্যদিকে, মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee) সহ ১৬ জনের জেল মুক্তির পর অভিনন্দন জানাতে রাসবিহারী মোড়ে(Rashbehari More) জড়ো হয়েছিলেন বাম ছাত্র-যুব সংগঠনের(SFI-DYFI) কর্মীরা। অভিযোগ, সেখানেই আচমকা তাঁদের আটক করে পুলিশ(Police)। রীতিমতো টানতে টানতে নিয়ে যাওয়া হয় SFI-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস(Mayukh Biswas), রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharyya) সহ বেশকিছু ছাত্র-যুব কর্মীকে। জানা গেছে, ওই ছাত্র-যুব কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে(Lal Bazar)।
আরও পড়ুন- Anish Khan Death Case: আনিস কাণ্ডে শওকত মোল্লাকে জেরা করা হোক, দাবি দিলীপ ঘোষের
আনিস খানের মৃত্যুর(Anish Khan Murder) সঠিক তদন্ত চেয়ে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ এসপি অফিস অভিযান করে SFI-DYFI। সেখানেই পুলিশের(Police) বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে। এরপর মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।