'বাঘ যদি মানুষখেকো হয়, তাহলে তার চামড়া টাঙিয়ে রাখার ব্যবস্থা করতে হবে৷' বীরভূমের দেউচা পাচামি থেকে এভাবেই জেলবন্দি অনুব্রত মন্ডলকে তোপ দাগলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মূলত এদিন তাঁর বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই বীরভূমের এই তৃণমূল নেতার বিরুদ্ধে কটাক্ষ ধ্বনিত হয়েছে। পাশাপাশি দেউচা পাচামিকে তৃণমূল সরকার লুঠ করতে চাইলে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এই বাম যুবনেত্রী।
শুধু তাই নয়, রাজ্যের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়েও তিনি শাসক দলকে কাঠগড়ায় তোলেন। কালিয়াগঞ্জের ঘটনার কথা টেনে এনে তিনি জানান, কালিয়াগঞ্জে যেভাবে পুলিশকে মার খেতে হয়েছে, সেই ঘটনার নিন্দা করছেন তাঁরা। পাশাপাশি মীনাক্ষীর দাবি, পুলিশকে ভিলেন বানিয়ে আসলে শাসকদলের নেতাদের সুবিধা করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- West Bengal Weather Update : জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবারও দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস