সাধ থাকলেও সাধ্যের কারণে শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র বৃন্দাবনধামে যেতে পারেননি অনেকেই। এবার তাদের জন্য এক টুকরো বৃন্দাবন (Mini vrindavan) হাজির 'লাল মাটির জেলা' বাঁকুড়াতেই (Bankura)। এই জেলার তালডাংরার পাঁচমুড়াতেই জনৈক ভজন দত্ত নামে এক ব্যবসায়ীর ব্যক্তিগত উদ্যোগে তৈরী হয়েছে সুবিশাল ও সুদৃশ্য মন্দির। 'ত্রিধারা' মন্দির (Tridhara Mandir) নামে এই মন্দিরে রোজই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।
এমনিতেই বাঁকুড়া জেলা জুড়ে পর্যটন কেন্দ্রের ছড়াছড়ি। এই তালিকায় নবতম সংযোজন পাঁচমুড়ার 'ত্রিধারা'। যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মুকুটমণিপুর কিংবা 'গুপ্ত বৃন্দাবন' হিসেবে পরিচিত বিষ্ণুপুর বেড়াতে যান, তাঁরা সহজেই যাত্রাপথে একবার ঘুরে যেতে পারেন 'টেরাকোটার দেশ' হিসেবে পরিচিত পাঁচমুড়ার এই নব বৃন্দাবনে। এখানে অপরুপ সৌন্দর্যমণ্ডিত সুবিশাল মন্দির রয়েছে। সঙ্গে শ্রীকৃষ্ণ রাধিকার যুগল মূর্তির দর্শণ পাবেন। এছাড়াও আলাদা আলাদাভাবে কালী ও দেবাদিদেব মহাদেব তো আছেনই।
আরও পড়ুন- বিয়ের মরসুমে চড়া দাম ফুলের মালার, বর-কনের গলায় মালা দিতে খরচ তিন থেকে পাঁচ হাজার
সম্পূর্ণ বিনামূল্যে মন্দির ও গোশালা দর্শণের সুযোগ থাকলেও প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ মূল্যের কূপন সংগ্রহ করতে হবে। তবে, উপযুক্ত পরিকাঠামোর অভাবে ভক্তদের থাকার কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে, আগামী দিনে সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।