দুর্ঘটনার মুখোমুখি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) কনভয়। শুক্রবার রামপুরহাট (Rampurhat) যাওয়ার সময় অটোর সঙ্গ সংঘর্ষ হয় বাবুলের কনভয়ের। আহত একাধিক ব্যক্তি। তবে মন্ত্রী সুরক্ষিত আছেন।
সূত্রের খবর, রামপুরহাটে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। সাঁইথিয়া মুসরডা পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। কনভয়ের পিছনে থাকা একটি গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। দুটি গাড়িই উল্টে যায়। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ে জঙ্গি হামলার আশঙ্কা! NIA-কে হুমকি মেল, জারি হাই অ্যালার্ট
কনভয়ে দুর্ঘটনার পরেও অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানান,কনভয়ের পিছনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। কাও হাত ভেঙে গিয়েছে। কেউ মাথায় আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করে অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন তিনি।