২০২৪-২৫ অর্থবর্ষের জন্য বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেসময়ই কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তিনি। তাঁর অভিযোগ, নিয়ম না মেনে রাজ্যের ১ লাখ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
বাজেটে মূলত কৃষক, মহিলা ও কর্মসংস্থান সহ একাধিক খাতে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় মন্ত্রী অভিযোগ করেন, নিয়মের তোয়াক্কা না করে রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যের আর্থিক উন্নয়নে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না।
রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি সহ কৃষিবীমায় আরও বেশি করে সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, সামনেই লোকসভা নির্বাচন। ওই নির্বাচনের দিকে তাকিয়েই বাজেটে অর্থবৃদ্ধির ঘোষণা করা হয়েছে।