আজ, শনিবার কথা ছিল তাঁরা লন্ডন উড়ে যাবেন। মূলত সেখানার পরিকাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য় তালাশ করে রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু পরিবর্ত পরিস্থিতিতে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ব্রাত্য বসুর লন্ডন যাওয়া আপাতত স্থগিত হয়ে গেল। গত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই দুই মন্ত্রীর বিলেত সফরের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মতো এদিনই রাজ্য়ের পুর ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর লন্ডন উড়ে যাওয়ার কথা ছিল। জানা গিয়েছে, সোমবার লন্ডনে বসছে একটি শিল্প বৈঠক। মূলত, সেই বৈঠকেই তাঁদের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত আর হচ্ছে না।
কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ে সেখানকার সুসংহত পরিবহণ ব্যবস্থা দেখে এসেছিলেন। সেবার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তৎকালীন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। লন্ডনের আদলে কলকাতার সুসংহত পরিবহণ ব্যবস্থা তৈরির কাজ অনেকটা এগিয়ে দেন তিনি। কিন্তু মূল কাজটি এখনও বাকি। তাহল, এক টিকিটে রেল, মেট্রো, ট্রাম, বাস, ফেরিতে চলাচলের ব্যবস্থা। ইতিমধ্যে লন্ডনের পরিবহণ ব্যবস্থায় অনেকটা পরিবর্তন এসেছে বলে বিজিবিএসে জানান ব্রিটেনের প্রতিনিধিরা।
লন্ডনের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে কলকাতা তথা রাজ্যের কলেজ – বিশ্ব বিদ্যালয়গুলির শিক্ষা আদানপ্রদানের পথ খোঁজার জন্য পাঠানো হচ্ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মনীশ জৈনকে। ঘটনা হল শনিবার যে সময়ে এই খবর জানা গেল তখন নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআইয়ের জেরার মুখে খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শোনা যাচ্ছে শিক্ষা দফতরের এক বড় কর্তাকেও নাকি কেন্দ্রীয় এজেন্সি ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ফলে সাম্প্রতিক পরিস্থিতিতে এই সফর বাতিল করা হল বলে মনে করা হচ্ছে।