বিচারকের সামনে বাঁচতে দেওয়ার কাতর আর্জি জানালেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও বৃহস্পতিবার জামিনের আবেদন করেননি তিনি। তবে এদিন মন্ত্রীর জন্য খাট ও টেবিল দিতে বিচারকের কাছে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী।।
বৃহস্পতিবার সশরীরে হাজিরা দিতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে তাঁর শুনানি হয়। শুনানির শুরুতেই মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান বিচারক। তখনই তাঁকে বাঁচতে দেওয়ার আর্জি করেন জ্যোতিপ্রিয়। তার উত্তরে বিচারক তাঁকে সেলে ফিরে যাওয়ার অনুমতি দেন।
রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রথমে ইডি হেফাজতে থাকার পর তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।