এসএসসি দুর্নীতি মামলায় অবশেষে সিবিআইয়ের (CBI office) তলবে হাজির হলেন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ'টার পর পৌঁছলেন নিজাম প্যালেসে। মন্ত্রীর পাশাপাশি তাঁর মেয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে তলব করা হলেও মেয়ে অঙ্কিতা গরহাজির। আপাতত শুধু পরেশ অধিকারীই (Paresh Adhikari)কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI officials) আধিকারিকদের মুখোমুখি হয়েছেন। এসএসসি-তে মেয়েকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের মুখে পড়েছেন রাজ্যের এই মন্ত্রী।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থকে ফের তলব করল সিবিআই
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) কোনও জামাই আদর নয়। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের (High Court) নির্দেশে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার। কিন্তু তাঁরা এখনও হাজিরা দেননি। বারবার বলা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে সিবিআই।
পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, পরেশ অধিকারী যেখানেই থাকুন, বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু এদিন তিনটের মধ্যে তিনি হাজিরা দেননি।
বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন পরেশবাবুর আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল এখনও কোচবিহারেই রয়েছেন, তাই বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয় পরেশবাবুর পক্ষে। তবে তিনি জানান, পরেশবাবু কলকাতার উদ্দেশে বিমানে বাগডোগরা থেকে রওনা হয়েছেন।। সন্ধে নাগাদ কলকাতায় আসতে পারবেন।