মৃত প্রেমকুমার বর্মণের ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ানদের(BSF Jawans) শাস্তির দাবিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik) বাড়ি ঘেরাওয়ের ডাক তৃণমূলের। এই বিষয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha)। এই ফেসবুক পোস্ট ফের পারদ চড়ছে কোচবিহারের রাজনীতিতে।
সূত্রের খবর, ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি দুর্নীতি ইস্যুতে(Corruption Issue) রাজ্যের শাসক দলকে নিশানা করেছে। বিজেপির(BJP West Bengal) আরও দাবি, এইধরনের পোস্ট করে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন উদয়ন গুহ।
আরও পড়ুন- Mamata Banerjee: শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যবসায়ী জিত্তিভাই, বিধানসভায় ছবি ফাঁস মুখ্যমন্ত্রী মমতার
উল্লেখ্য, শনিবার কোচবিহারের মঞ্চে মৃত রাজবংশী যুবকের আত্মীয়দের নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রক নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)।