বাগদার পর এবার দেগঙ্গা। নাবালিকাকে ফের গণধর্ষণের (Gangrape allegation in Deganga) অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর ছুড়ে ফেলে দেওয়া হয় ঝোপে। রক্তাক্ত অবস্থায় ওই নির্যাতিতাকে উদ্ধার করেন স্থানীয়রা। দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা। বৃহস্পতিবার সন্ধেবেলা দোকানে খাবার কিনতে গিয়েছিল। বাড়ি ফেরার সময় তিন দুষ্কৃতী ওই নাবালিকার মুখ চেপে ধরে বাইকে তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ৫৯ হাজার প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে, পর্ষদকে নির্দেশ হাই কোর্টের
ওই নির্যাতিতাকে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকাল থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।