মাংস ভাত খাওয়ানোর নাম করে দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ । এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে । অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে নাবালিকাকে মাংস ভাত খাোয়ানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর নির্জন জায়গায় ধর্ষণ করে বলে অভিযোগ । দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার ঘটনা । ইতিমধ্যেই শঙ্কর হালদার নাম ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার মাংস-ভাত খাওয়ানোর কথা বলে ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তারপর সেখানে নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয় । এমনকী, নাবালিকা যাতে চিৎকার করতে না পারে, তার জন্য তাঁর মুখে বেঁধে দেওয়া হয় কাপড় । যদিও, ওই ব্যক্তিকে স্থানীয় কয়েক জন পাকড়াও করে প্রথমে আটকে রাখ । তারপর পুলিশে এসে তাঁকে থানায় নিয়ে যায় ।
নির্যাতিতার পরিবার ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ।