ছাত্রীকে যৌন হেনস্থার (Sexually Assualted) অভিযোগ । কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে ওই নাবালিকার পরিবার (Minor Allegedly Sexually assaulted) । পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে । ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড এলাকার ঘটনা ।
অভিযুক্ত শিক্ষকের নাম সুরজিৎ ভট্টাচার্য । জানা গিয়েছে, ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড এলাকার একটি কোচিং সেন্টারে পড়তে যেত ওই ছাত্রী । সেখানেই একটি ঘরে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ । বিষয়টি পরিবারকে জানায় সে । এরপরই পরিবারের তরফে বছর ৫৪-র শিক্ষক সুরজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ ।
আরও পড়ুন, Midnapore Dharna: 'বৌকে ফেরত চাই', শ্বশুরবাড়ির সামনে ধর্না দিয়েও ব্যর্থ পিংলার যুবক
অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার । কীভাবে কোচিং সেন্টারের মধ্যে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে । এই বিষয়ে এখনও মুখ খোলেনি কোচিং সেন্টার কর্তৃপক্ষ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।