মনের মত একটা স্মার্টফোন অনলাইনে অর্ডার দিয়েছিল কিশোরী। কিন্তু এত টাকা জোগাড় করবে কী ভাবে? রক্ত বিক্রি করে টাকা জোগাড় করবে, এই ভেবে বালুরঘাট জেলা হাসপাতালে পৌঁছে গিয়েছিল ১৬ বছরের মেয়েটা।
এত ছোট মেয়ে রক্ত দেবে শুনে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হতেই তাকে আটক করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পরই সামনে আসে আসল ঘটনা। মেয়েটির কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে চাইল্ড লাইন।
জানা গিয়েছে, কিশোরী তপন ব্লকের করদহ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বাবা সবজি বিক্রেতা। মা অসুস্থ। বাড়িতে ছোট ভাই রয়েছে। বাড়িতে স্মার্টফোন নেই তাদের, প্রতিবেশী একজনের মোবাইল থেকে একটি স্মার্টফোনের অর্ডার দিয়েছে বলে জিজ্ঞাসাবাদ পর্বে জানিয়েছে কিশোরী। এই সপ্তাহেই সেই মোবাইল আসার কথা। কিন্তু মোবাইল কেনার টাকা জোগাড় না হওয়ায় রক্ত বিক্রি করে টাকা জোগাড় করতে বাসে চেপে বালুরঘাট হাসপাতালে আসে।