চা খেতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৯০ বছরের বৃদ্ধা ক্ষুদিবালা ভূমিজ। তিনি গুরাপের খরুয়া গ্রামের বাসিন্দা। মা'কে হন্যে হয়ে খুঁজেওছিলেন ছেলে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ঘরে ফিরে আসেননি মা৷ এরমধ্যেই, হুগলির সদর শহর চুঁচুড়ায় দেখা মেলে এক ভবঘুরে বৃদ্ধার। পথচারীদের থেকে চেয়ে যা পেতেন তাই খেতেন, ঘুমাতেন গাছ তলাতেই। দিন তিনেক আগেই তিনি ঢুকে পড়েন আমরাতলা আবাসনে। গাছের পাতা কোড়াচ্ছিলেন। ওই আবাসনেরই পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। তাঁকে নাম ধাম জিজ্ঞেস করা হলে বৃদ্ধা উত্তর দেন অসংলগ্ন।
এরপর তাঁর ছবি তুলে ফেসবুকে দেন সুকুমার বাবু। কেউ তাঁর পরিচয় জানলে যোগাযোগ করতে বলেন। পোস্টটি চোখে পড়ে ধনিয়াখালির এক বাসিন্দার। বৃদ্ধাকে চিনতে পারেন তিনি। তিনিই সুকুমারবাবুর সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধার বাড়ির ঠিকানা দেন। খবর দেওয়া হয় বৃদ্ধার ছেলে সুরেন ভূমিজকে। এতদিন বাদে মাকে পাওয়ার খবর পেতেই চুঁচুড়ার ওই আবাসনে ছুটে যান ছেলে। ছেলেকে চিনতেই হাসি যেন ধরে না আর ক্ষুদিবালা দেবীর মুখে। মাকে ফিরে পেয়ে সুকুমার বাবুকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি সুরেন বাবু।