বাড়ি থেকে হাঁটতে বেড়িয়ে নিখোঁজ মৌলানা আজাদ কলেজের অধ্যাপক। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাঁর দেহ মিলল বিধাননগর স্টেশনে। মৃতের নাম অভিজিৎ শর্মা রায়।
গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটতে বের হন মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান অভিজিৎ শর্মা রায়। এরপর থেকেই হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান দমদম ক্যান্টনমেন্ট এলাকার বছর ৫১-এর এই বাসিন্দা। মঙ্গলবার সকালে পরিবারের কাছে ফোন আসে অধ্যাপকের দেহ পাওয়া গিয়েছে বিধাননগর স্টেশনের কাছে।
আরও পড়ুন- Rampurhat Genocide: 'যারা পুড়িয়ে মারল, তারা জেলে বসে বিয়ার খাচ্ছে', মিহিলাল শেখের তোপ বিধায়ক আশিসকে
জানা গেছে, মৃত অধ্যাপকের ছেলে দিল্লিতে পড়াশুনা করেন। বাড়িতে থাকতেন স্ত্রী এবং অধ্যাপক। প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোতেন অভিজিৎ শর্মা রায়। রাত ৯টার মধ্যে তিনি ফিরে আসেন। কিন্তু গতকাল রাত ৯টা বেজে গেলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। এমনকি স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। এরপরই মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পরিবারের কাছে ফোন আসে যে একজনের দেহ পাওয়া গিয়েছে, যার সঙ্গে অভিজিৎ বাবুর মিল রয়েছে। তড়িঘড়ি বিধাননগর এসে পরিবারের তরফে দেহ সনাক্ত করা হয়।
কিন্তু কী করে এই ঘটনা ঘটল? কে বা কারা অধ্যাপককে খুন করল? গোটা ঘটনা ঘিরেই দানা বেঁধেছে রহস্য।